BDpress

মানসিক চাপে কুয়েতে বাংলাদেশির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
মানসিক চাপে কুয়েতে বাংলাদেশির আত্মহত্যা
কুয়েতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার কুয়েতের সালমিয়া অঞ্চলে লাল মসজিদের পাশে একটি বাড়ির পেছনে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত মিজান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লকনাবন ইউনিয়নের নয় দক্ষিণবাগ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

নিহতের ভগ্নিপতি ফজলু মিয়া জানান, প্রায় চার মাস আগে একটি কোম্পনির ফ্রি আকামায় ৭ লাখ টাকায় কুয়েতে আসেন। চার মাস হওয়ার পরেও ভিসা লাগেনি তার। যে দালালের কাছ থেকে ভিসা নিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হলে সে ভিসা লাগাতে আরও টাকা দাবি করে।

কুয়েতে আসার পর আকামা লাগেনি কাজ নেই। দেশ থেকে ৭ লাখ টাকা বন্ধক ও ঋণ নিয়ে আসায় হতাশা আর মানসিক চাপে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিহতের লাশ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

মানসিক চাপে কুয়েতে বাংলাদেশির আত্মহত্যা


মানসিক চাপে কুয়েতে বাংলাদেশির আত্মহত্যা

নিহত মিজান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লকনাবন ইউনিয়নের নয় দক্ষিণবাগ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

নিহতের ভগ্নিপতি ফজলু মিয়া জানান, প্রায় চার মাস আগে একটি কোম্পনির ফ্রি আকামায় ৭ লাখ টাকায় কুয়েতে আসেন। চার মাস হওয়ার পরেও ভিসা লাগেনি তার। যে দালালের কাছ থেকে ভিসা নিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হলে সে ভিসা লাগাতে আরও টাকা দাবি করে।

কুয়েতে আসার পর আকামা লাগেনি কাজ নেই। দেশ থেকে ৭ লাখ টাকা বন্ধক ও ঋণ নিয়ে আসায় হতাশা আর মানসিক চাপে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিহতের লাশ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

বিডিপ্রেস/আরজে