ভারত-পাকিস্তান নয়, সন্তান হবে তৃতীয় দেশের নাগরিক!
ক্রীড়া ডেস্ক

শোয়েব মালিক নিজের সন্তানকে পাকিস্তান কিংবা ভারত কোন দেশেরই নাগরিক বানাতে চান না। তিনি বলেন, আমার সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক! মালিক আরো জানিয়েছেন, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল থেকে অনুমতি নিয়েছি। অক্টোবরে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসবে।
এদিকে সানিয়া মির্জা জানান, তার পরিবারের পদবী ’মির্জা’। তাই তার সন্তানের নামের শেষে সেই পদবীটা থাকবে। সানিয়া বলেন, আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিই যে, আমাদের সন্তানের পদবী হবে মির্জা-মালিক। এভাবেই আমার স্বামীসহ আমরা একটা পরিবার হয়ে সেই সন্তানের পাশে দাঁড়াব। যদিও আমার স্বামী সবসময়ই মেয়ে সন্তানই চেয়েছেন।
বিডিপ্রেস/আলী
এ সম্পর্কিত অন্যান্য খবর

ভারত-পাকিস্তান নয়, সন্তান হবে তৃতীয় দেশের নাগরিক!

শোয়েব মালিক নিজের সন্তানকে পাকিস্তান কিংবা ভারত কোন দেশেরই নাগরিক বানাতে চান না। তিনি বলেন, আমার সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক! মালিক আরো জানিয়েছেন, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল থেকে অনুমতি নিয়েছি। অক্টোবরে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসবে।
এদিকে সানিয়া মির্জা জানান, তার পরিবারের পদবী ’মির্জা’। তাই তার সন্তানের নামের শেষে সেই পদবীটা থাকবে। সানিয়া বলেন, আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিই যে, আমাদের সন্তানের পদবী হবে মির্জা-মালিক। এভাবেই আমার স্বামীসহ আমরা একটা পরিবার হয়ে সেই সন্তানের পাশে দাঁড়াব। যদিও আমার স্বামী সবসময়ই মেয়ে সন্তানই চেয়েছেন।
বিডিপ্রেস/আলী