BDpress

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান! পরিদর্শনে অ্যাবে

আন্তর্জাতিক ডেস্ক

অ+ অ-
ভূমিকম্পে বিধ্বস্ত জাপান! পরিদর্শনে অ্যাবে
জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা হোক্কাইডো পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। রবিবার সেখানে যান তিনি। এই এলাকায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া, ভূমিকম্পে তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় হোক্কাইডোর ত্রিশ লাখের মত বাসিন্দা বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এছাড়া, অ্যাবে বাণিজ্যিক কেন্দ্রস্থল সাপোরো এলাকায় যান। সেখানে বৃহস্পতিবারের ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর ভেঙে গেছে এবং সড়কে ফাটল ধরেছে।

এদিকে, প্রধানমন্ত্রী আ্যবের হেলিকপ্টারে করে আটসুমা শহর পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে। ভূমিকম্পের কারণে প্রাণহানির সংখ্যা এই শহরেই বেশি। এরপর অ্যাবে আটসুমার আশ্রয়কেন্দ্রে বাসিন্দাদের সঙ্গে দেখা এবং হোক্কাইডোর গভর্ণর হারুমি টাকাশি’র সঙ্গে সাক্ষাত করবেন। হোক্কাইডোর গভর্ণর বলেছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭ এ দাঁড়িয়েছে।

সূত্র: এএফপি
বিডিপ্রেস/আলীএ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান! পরিদর্শনে অ্যাবে


ভূমিকম্পে বিধ্বস্ত জাপান! পরিদর্শনে অ্যাবে

এছাড়া, অ্যাবে বাণিজ্যিক কেন্দ্রস্থল সাপোরো এলাকায় যান। সেখানে বৃহস্পতিবারের ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর ভেঙে গেছে এবং সড়কে ফাটল ধরেছে।

এদিকে, প্রধানমন্ত্রী আ্যবের হেলিকপ্টারে করে আটসুমা শহর পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে। ভূমিকম্পের কারণে প্রাণহানির সংখ্যা এই শহরেই বেশি। এরপর অ্যাবে আটসুমার আশ্রয়কেন্দ্রে বাসিন্দাদের সঙ্গে দেখা এবং হোক্কাইডোর গভর্ণর হারুমি টাকাশি’র সঙ্গে সাক্ষাত করবেন। হোক্কাইডোর গভর্ণর বলেছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭ এ দাঁড়িয়েছে।

সূত্র: এএফপি
বিডিপ্রেস/আলী