BDpress

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

জেলা প্রতিবেদক

অ+ অ-
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত
নারায়ণগঞ্জের বন্দরের সোনাচোরা এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোনাচোরা এলাকার মহিউদ্দিনের বাড়ির পাশে ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার ভোরে ওই 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

নিহতের নাম ইব্রাহিম (৪২)। তার বাড়ি রূপগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। এ সময় এস আই সাইয়াদুল, এ এস আই ইলিয়াছ খানসহ পুলিশের ৩ সদস্য আহত হন।

বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল জানান, ১০/১২ জনের একটি ডাকাত দল বন্দরের সোনাচোরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হঠে। পরে ঘটনাস্থলে এক ডাকাতকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয় ।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত


নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

নিহতের নাম ইব্রাহিম (৪২)। তার বাড়ি রূপগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। এ সময় এস আই সাইয়াদুল, এ এস আই ইলিয়াছ খানসহ পুলিশের ৩ সদস্য আহত হন।

বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল জানান, ১০/১২ জনের একটি ডাকাত দল বন্দরের সোনাচোরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হঠে। পরে ঘটনাস্থলে এক ডাকাতকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয় ।

বিডিপ্রেস/আরজে