BDpress

অবশেষে ভাঙল সেই 'অসম প্রেম'

বিনোদন ডেস্ক

অ+ অ-
অবশেষে ভাঙল সেই 'অসম প্রেম'
বিগবস সিজন ১২-র 'অসম জুটি' হিসেবে অংশ নেন ভজন সম্রাট অনুপ জালোটা ও তাঁর বান্ধবী জসলিন মাথারু। অনুপ জালোটার বয়স ৬৫ আর জাসলিনের ২৮ বছর। মানে দু'জনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ৩৭ বছর। তারপরও সেটা তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হওয়া বিগবস রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার মাত্র দু’সপ্তাহ পরেই ভেঙে গেল এই জুটি।

ভারতীয় গণমাধ্যমে খবর, বিগ বসের হাউজে সবই ঠিক চলছিল। বাধ সাধলো একটি ‘টাস্ক’। যেখানে অপহৃত অনুপকে বাঁচানোর জন্য জাসলিনকে বলা হয়েছিল তার জামা-কাপড় পুড়িয়ে ফেলতে। কিন্তু তিনি রাজি হননি। বান্ধবীর এই আচরণে বেশ দুঃখ পান অনুপ। এবং শেষ করে দেন তিন বছরের প্রেমের সম্পর্ক। এরপর অবশ্য অনেকেই বোঝানোর চেষ্টা করেন অনুপকে। কিন্তু কোনও ফল হয়নি।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

অবশেষে ভাঙল সেই 'অসম প্রেম'


অবশেষে ভাঙল সেই 'অসম প্রেম'

ভারতীয় গণমাধ্যমে খবর, বিগ বসের হাউজে সবই ঠিক চলছিল। বাধ সাধলো একটি ‘টাস্ক’। যেখানে অপহৃত অনুপকে বাঁচানোর জন্য জাসলিনকে বলা হয়েছিল তার জামা-কাপড় পুড়িয়ে ফেলতে। কিন্তু তিনি রাজি হননি। বান্ধবীর এই আচরণে বেশ দুঃখ পান অনুপ। এবং শেষ করে দেন তিন বছরের প্রেমের সম্পর্ক। এরপর অবশ্য অনেকেই বোঝানোর চেষ্টা করেন অনুপকে। কিন্তু কোনও ফল হয়নি।
বিডিপ্রেস/আলী