BDpress

মাত্র ছয় বছর বয়সে হার্ভার্ডের স্বীকৃতি পেল বাংলাদেশের সুবর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

অ+ অ-
মাত্র ছয় বছর বয়সে হার্ভার্ডের স্বীকৃতি পেল বাংলাদেশের সুবর্ণ
মাত্র ছয় বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি শিশু ক্ষুদে আইনস্টাইন খ্যাত সুবর্ণ আইজ্যাক। কারণ পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের জটিল সব বিষয়ের সমাধান করতে পারদর্শী শিশু শ্রেণিতে পড়া এই শিক্ষার্থী।

সুবর্ণ আইজ্যাককে ২০১৪ সালে নিউইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট ডক্টর লিসা কোইকো সুবর্ণকে উপাধি দেন ‘আমাদের সময়ের আইনস্টাইন’ নামে। ২০১৫ সালে ওবামার কাছ থেকে স্বীকৃতি পাওয়ার পর এবার স্বীকৃতি পেল হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। গত ২ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর ডিল গিলপিন ফাউস্টের কাছ থেকে স্বীকৃতি পত্র পায় বাংলাদেশি শিশু সুবর্ণ।

সুবর্ণর বাবা রাশিদুল বারি স্থানীয় একটি কলেজের গণিত শিক্ষক।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

মাত্র ছয় বছর বয়সে হার্ভার্ডের স্বীকৃতি পেল বাংলাদেশের সুবর্ণ


মাত্র ছয় বছর বয়সে হার্ভার্ডের স্বীকৃতি পেল বাংলাদেশের সুবর্ণ

সুবর্ণ আইজ্যাককে ২০১৪ সালে নিউইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট ডক্টর লিসা কোইকো সুবর্ণকে উপাধি দেন ‘আমাদের সময়ের আইনস্টাইন’ নামে। ২০১৫ সালে ওবামার কাছ থেকে স্বীকৃতি পাওয়ার পর এবার স্বীকৃতি পেল হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। গত ২ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর ডিল গিলপিন ফাউস্টের কাছ থেকে স্বীকৃতি পত্র পায় বাংলাদেশি শিশু সুবর্ণ।

সুবর্ণর বাবা রাশিদুল বারি স্থানীয় একটি কলেজের গণিত শিক্ষক।
বিডিপ্রেস/আলী