আর্সেনালের মাঠে বিধ্বস্ত টটেনহাম
ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে আর্সেনালের হয়ে জোড়া গোল পেয়েছেন পিয়েরে এমরিক আউবামেয়াং। তার সঙ্গে একটি করে গোল পেয়েছেন আলেকঁসদ লাকাজত ও তরেইরা।
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে দেন আউবামেয়াং। এসময় ডি-বক্সে বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেনের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে এর চার মিনিট পরই সমতায় ফেরে টটেনহাম। হেডে গোল করে সফরকারীদের হয়ে এসময় গোলটি করেন এরিক ডায়ার।
ম্যাচের ৩৪ ম্যাচে পেনাল্টি থেকে হ্যারিকেনের গোলে টটেনহাম ২-১ গোল এগিয়ে গেলে লড়াই জমে উঠে। তবে বিরতি শেষে একক আধিপত্য ছিল শুধু আর্সেনালেরই। ম্যাচের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলে আর্সেনালকে সমতায় ফেরান আউবামেয়াং। এরপর ৭৪ মিনিটে গানারদের এগিয়ে দেন লকজত। আর ৭৭ মিনিটে তরেইরার গোলে জয় নিশ্চিত হয় অ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটির। ৮৫তম মিনিটে লাকাজেতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহ্যামের ডিফেন্ডার ভার্টোনেন। বাকি সময়ে আর কোনো গোল না আসায় ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
লিগে এ জয় শেষে ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। একই পয়েন্ট ও ম্যাচ ব্যবধানে পঞ্চম স্থানে টটেনহাম হটস্পার। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।
বিডিপ্রেস/আলী
এ সম্পর্কিত অন্যান্য খবর

আর্সেনালের মাঠে বিধ্বস্ত টটেনহাম

ঘরের মাঠে আর্সেনালের হয়ে জোড়া গোল পেয়েছেন পিয়েরে এমরিক আউবামেয়াং। তার সঙ্গে একটি করে গোল পেয়েছেন আলেকঁসদ লাকাজত ও তরেইরা।
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে দেন আউবামেয়াং। এসময় ডি-বক্সে বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেনের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে এর চার মিনিট পরই সমতায় ফেরে টটেনহাম। হেডে গোল করে সফরকারীদের হয়ে এসময় গোলটি করেন এরিক ডায়ার।
ম্যাচের ৩৪ ম্যাচে পেনাল্টি থেকে হ্যারিকেনের গোলে টটেনহাম ২-১ গোল এগিয়ে গেলে লড়াই জমে উঠে। তবে বিরতি শেষে একক আধিপত্য ছিল শুধু আর্সেনালেরই। ম্যাচের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলে আর্সেনালকে সমতায় ফেরান আউবামেয়াং। এরপর ৭৪ মিনিটে গানারদের এগিয়ে দেন লকজত। আর ৭৭ মিনিটে তরেইরার গোলে জয় নিশ্চিত হয় অ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটির। ৮৫তম মিনিটে লাকাজেতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহ্যামের ডিফেন্ডার ভার্টোনেন। বাকি সময়ে আর কোনো গোল না আসায় ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
লিগে এ জয় শেষে ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। একই পয়েন্ট ও ম্যাচ ব্যবধানে পঞ্চম স্থানে টটেনহাম হটস্পার। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।
বিডিপ্রেস/আলী