BDpress

দুর্দান্ত জয়ে শেষ ষোলোয় বার্সা

ক্রীড়া ডেস্ক

অ+ অ-
দুর্দান্ত জয়ে শেষ ষোলোয় বার্সা
তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসাকে বড় ব্যবধানে উড়িয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রেখে মাঠে নামা বার্সেলোনা।

কাম্প নউয়ে বুধবার রাতে ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধান এগিয়ে শেষ ষোলোয় উঠেছে এরনেস্তো ভালভেরদের দল। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বার্সা।

ঘরের মাঠে ১৮তম মিনিটেই দলকে এগিয়ে নেন মুনির এল হাদ্দাদি। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেস। আর ৪৩তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম হেডে বল জালে জড়ালে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান কমিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। তবে ৭০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দেনিস সুয়ারেস। এতে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোয় উঠে বার্সা।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

দুর্দান্ত জয়ে শেষ ষোলোয় বার্সা


দুর্দান্ত জয়ে শেষ ষোলোয় বার্সা

কাম্প নউয়ে বুধবার রাতে ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধান এগিয়ে শেষ ষোলোয় উঠেছে এরনেস্তো ভালভেরদের দল। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বার্সা।

ঘরের মাঠে ১৮তম মিনিটেই দলকে এগিয়ে নেন মুনির এল হাদ্দাদি। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেস। আর ৪৩তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম হেডে বল জালে জড়ালে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান কমিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। তবে ৭০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দেনিস সুয়ারেস। এতে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোয় উঠে বার্সা।
বিডিপ্রেস/আলী