BDpress

বিগ বস জিতলেন দীপিকা

বিনোদন ডেস্ক

অ+ অ-
বিগ বস জিতলেন দীপিকা
দীপিকা কাকারই জিতলেন ভারতের আলোচিত ও বিতর্কিত রিয়েলিটি শো বিস বসের ১২তম আসরে। রবিবার রাতে তার বিজয়ী ঘোষণা করেন শোয়ের সঞ্চালক ও বলিউড সুপারস্টার সালমান খান।

পুরস্কার হিসেবে দীপিকা পেয়েছেন ৩০ লাখ রুপি। চূড়ান্ত পর্বে দীপিকার প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীশান্ত। হেরে যাওয়ার পর শ্রীশান্তের ব্যবস্থাপক শোয়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিগ বস ভুয়া শো এবং এ শো'র ভুয়া বিজয়ী হল দীপিকা।
এবারের আসরে সেরা পাঁচে দীপিকা-শ্রীশান্ত ছাড়াও আরও ছিলেন রোমেল চৌধুরী, করনভীর বোহরা ও দীপক ঠাকুর। সূত্র: এনডিটিভি
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

বিগ বস জিতলেন দীপিকা


বিগ বস জিতলেন দীপিকা

পুরস্কার হিসেবে দীপিকা পেয়েছেন ৩০ লাখ রুপি। চূড়ান্ত পর্বে দীপিকার প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীশান্ত। হেরে যাওয়ার পর শ্রীশান্তের ব্যবস্থাপক শোয়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিগ বস ভুয়া শো এবং এ শো'র ভুয়া বিজয়ী হল দীপিকা।
এবারের আসরে সেরা পাঁচে দীপিকা-শ্রীশান্ত ছাড়াও আরও ছিলেন রোমেল চৌধুরী, করনভীর বোহরা ও দীপক ঠাকুর। সূত্র: এনডিটিভি
বিডিপ্রেস/আলী