BDpress

সাউদাম্পটনের বিপক্ষে ম্যানসিটির দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক

অ+ অ-
সাউদাম্পটনের বিপক্ষে ম্যানসিটির দুর্দান্ত জয়
সাউদাম্পটনের বিপক্ষে রবিবার রাতে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে লিভারপুলের সঙ্গে এখনো ৭ পয়েন্টের ব্যবধান রয়েছে।

এদিন সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় সিটি। এ সময় বার্নার্ডো সিলভার বাড়িয়ে দেওয়া বল বাম পায়ের শটে জালে জড়ান ডেভিড সিলভা। অবশ্য ৩৭ মিনিটেই পিয়েরে এমিল হোজবার্গ গোল করে সমতা আনেন। এরপর ৪৫ মিনিটে সাউদাম্পটনের জেমস ওয়ার্ড নিজেই নিজেদের জালে বল জাড়িয়ে দেন। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ওলেকসান্দরের ক্রসে সার্জিও আগুয়েরো গোল করেন। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কাইব্লুজরা।
বিরতির পর অবশ্য আর কোনো গোল হয়নি। ২০ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিটি।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

সাউদাম্পটনের বিপক্ষে ম্যানসিটির দুর্দান্ত জয়


সাউদাম্পটনের বিপক্ষে ম্যানসিটির দুর্দান্ত জয়

এদিন সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় সিটি। এ সময় বার্নার্ডো সিলভার বাড়িয়ে দেওয়া বল বাম পায়ের শটে জালে জড়ান ডেভিড সিলভা। অবশ্য ৩৭ মিনিটেই পিয়েরে এমিল হোজবার্গ গোল করে সমতা আনেন। এরপর ৪৫ মিনিটে সাউদাম্পটনের জেমস ওয়ার্ড নিজেই নিজেদের জালে বল জাড়িয়ে দেন। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ওলেকসান্দরের ক্রসে সার্জিও আগুয়েরো গোল করেন। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কাইব্লুজরা।
বিরতির পর অবশ্য আর কোনো গোল হয়নি। ২০ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিটি।
বিডিপ্রেস/আলী