BDpress

আতঙ্কগ্রস্ত শাকিব-ববি!

বিনোদন ডেস্ক

অ+ অ-
আতঙ্কগ্রস্ত শাকিব-ববি!
নতুন বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান-ববি অভিনীত আলোচিত ছবি 'নোলক'। গতকাল মঙ্গলবার ছবিটির একটি স্থিরচিত্র প্রকাশ করেন ছবির পরিচালক। এতে আতঙ্কিত ববি জড়িয়ে ধরে আছেন শাকিবকে। তার চোখেমুখেও আতঙ্কের ছাপ।

‘নোলক’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালে ভারতের রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং করা হয়।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেনমেন্ট কর্ণধার সাকিব সনেট জানান, ভালোবাসা দিবসের আগেই ‘নোলক’ সেন্সর করবো। সেন্সর না হওয়া পর্যন্ত মুক্তির চূড়ান্ত তারিখ জানাতে পারছি না।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

আতঙ্কগ্রস্ত শাকিব-ববি!


আতঙ্কগ্রস্ত শাকিব-ববি!

‘নোলক’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালে ভারতের রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং করা হয়।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেনমেন্ট কর্ণধার সাকিব সনেট জানান, ভালোবাসা দিবসের আগেই ‘নোলক’ সেন্সর করবো। সেন্সর না হওয়া পর্যন্ত মুক্তির চূড়ান্ত তারিখ জানাতে পারছি না।
বিডিপ্রেস/আলী