BDpress

কাভানির গোলে কষ্টার্জিত জয় পিএসজির

ক্রীড়া ডেস্ক

অ+ অ-
কাভানির গোলে কষ্টার্জিত জয় পিএসজির
এদিনসন কাভানির একমাত্র গোলে বোর্দোর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠে শনিবার স্থানীয় সময় বিকালে ম্যাচটি ১-০ গোলে জিতে টমাস টুখেলের দল।

ম্যাচের ৪২তম মিনিটে ডি-বক্সে বেলজিয়ামের ডিফেন্ডার তমা মুনিয়ে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি। এতে স্পট কিকে একমাত্র গোলটি করেন কাভানি।
২২ ম্যাচে ১৯ জয় ও দুই ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিলে।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

কাভানির গোলে কষ্টার্জিত জয় পিএসজির


কাভানির গোলে কষ্টার্জিত জয় পিএসজির

ম্যাচের ৪২তম মিনিটে ডি-বক্সে বেলজিয়ামের ডিফেন্ডার তমা মুনিয়ে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি। এতে স্পট কিকে একমাত্র গোলটি করেন কাভানি।
২২ ম্যাচে ১৯ জয় ও দুই ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিলে।
বিডিপ্রেস/আলী