BDpress

এবার জোড়া সুসংবাদ দিলেন সানিয়া মির্জা

বিনোদন ডেস্ক

অ+ অ-
এবার জোড়া সুসংবাদ দিলেন সানিয়া মির্জা
২০১৭ সালের অক্টোবর মাসে কোর্টে শেষ বার দেখা গিয়েছিল তাকে। তারপর মাতৃত্বজনিত কারণে বহুদিন মাঠের বাইরে তিনি। তবু তার খুঁটিনাটি সংবাদমাধ্যমে বারবার প্রকাশিত হয়। কেননা ভক্তদের হৃদয়ের রানি তিনি। স্বাভাবিকভাবেই কবে তাকে আবার কোর্টে দেখা যাবে এমন প্রশ্ন রোজ খুরপাক খায়। এবার ভক্তদের যাবতীয় কৌতূহল নিরসন করে জোড়া সুখবর শোনালেন সানিয়া নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, চলতি বছরের শেষেই কোর্টে ফিরতে চলেছেন তিনি। সানিয়া বলেছেন, “আমার ট্রেনার ফিরবেন আর দিন দশেক বাদে, তারপর শুরু হবে ওজন কমানো বা অন্যান্য টেনিস-ট্রেনিং।”
সানিয়া আরও বলেন, “আমি জানি ৩২ বছর টেনিসে ফেরার জন্য খুব সুবিধাজনক সময় নয়। তবে চেষ্টা না করলে আমি মারা যাব

শুধু তাই নয়, আর একটি সুখবর আছে সানিয়ার ঝোলায়। সানিয়ার আত্মজীবনী এবার আসতে চলেছে বড় পর্দায়। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সানিয়ার জীবনী নিয়ে বায়োপিক বানাতে চলেছে আরএসভিপি নামক প্রোডাকশন হাউজ।

ভারতের টেনিস সম্রাজ্ঞীর ১৬ বছর বয়েসে হঠাৎ উত্থান থেকে শুরু করে নানা ওঠাপড়া ভাঙাগড়া থাকবে এই ছবিতে। তবে এই ছবিতে কে অভিনয় করবে সানিয়ার ভূমিকায় তা এখনও ঠিক হয়নি।

স্বাভাবিকভাবেই জোড়া সুখবরে উদ্বেল সানিয়া ভক্তরা।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

এবার জোড়া সুসংবাদ দিলেন সানিয়া মির্জা


এবার জোড়া সুসংবাদ দিলেন সানিয়া মির্জা

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, চলতি বছরের শেষেই কোর্টে ফিরতে চলেছেন তিনি। সানিয়া বলেছেন, “আমার ট্রেনার ফিরবেন আর দিন দশেক বাদে, তারপর শুরু হবে ওজন কমানো বা অন্যান্য টেনিস-ট্রেনিং।”
সানিয়া আরও বলেন, “আমি জানি ৩২ বছর টেনিসে ফেরার জন্য খুব সুবিধাজনক সময় নয়। তবে চেষ্টা না করলে আমি মারা যাব

শুধু তাই নয়, আর একটি সুখবর আছে সানিয়ার ঝোলায়। সানিয়ার আত্মজীবনী এবার আসতে চলেছে বড় পর্দায়। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সানিয়ার জীবনী নিয়ে বায়োপিক বানাতে চলেছে আরএসভিপি নামক প্রোডাকশন হাউজ।

ভারতের টেনিস সম্রাজ্ঞীর ১৬ বছর বয়েসে হঠাৎ উত্থান থেকে শুরু করে নানা ওঠাপড়া ভাঙাগড়া থাকবে এই ছবিতে। তবে এই ছবিতে কে অভিনয় করবে সানিয়ার ভূমিকায় তা এখনও ঠিক হয়নি।

স্বাভাবিকভাবেই জোড়া সুখবরে উদ্বেল সানিয়া ভক্তরা।
বিডিপ্রেস/আলী