BDpress

সেঞ্চুরির অপেক্ষায় অজয় দেবগণ

বিনোদন ডেস্ক

অ+ অ-
সেঞ্চুরির অপেক্ষায় অজয় দেবগণ
বলিউড অভিনেতা অজয় দেবগণের নতুন সিনেমা ‘তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র’। কিংবদন্তি মারাঠা যোদ্ধা তানাজি মালসিউরের জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে।

তবে চমকপ্রদ তথ্য হচ্ছে, বলিউডে ২৮ বছরের ক্যারিয়ারে ‘তানাজি’ হতে যাচ্ছে অজয়ের ১০০তম সিনেমা। আর এই তথ্যটি অজয় নিজেই জানিয়েছেন। গত বছর সেপ্টেম্বর থেকে শুরু হয় সিনেমাটির কাজ। আগামী মে মাসে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।
বড় পর্দায় অজয়ের অভিষেক ঘটে মাত্র ২২ বছর বয়সে। অজয় জানান, কীভাবে ২৮ বছর পেরিয়ে ১০০ সিনেমার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন, তা তিনি নিজেই বুঝতে পারেননি।

ভূষণ কুমার ও টি-সিরিজের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটিতে অজয় দেবগণকে দেখা যাবে তানাজি মালুসারের ভূমিকায়। মুক্তি পাবে চলতি বছরের নভেম্বর মাসে।
বিডিপ্রেস/আলীএ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

সেঞ্চুরির অপেক্ষায় অজয় দেবগণ


সেঞ্চুরির অপেক্ষায় অজয় দেবগণ

তবে চমকপ্রদ তথ্য হচ্ছে, বলিউডে ২৮ বছরের ক্যারিয়ারে ‘তানাজি’ হতে যাচ্ছে অজয়ের ১০০তম সিনেমা। আর এই তথ্যটি অজয় নিজেই জানিয়েছেন। গত বছর সেপ্টেম্বর থেকে শুরু হয় সিনেমাটির কাজ। আগামী মে মাসে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।
বড় পর্দায় অজয়ের অভিষেক ঘটে মাত্র ২২ বছর বয়সে। অজয় জানান, কীভাবে ২৮ বছর পেরিয়ে ১০০ সিনেমার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন, তা তিনি নিজেই বুঝতে পারেননি।

ভূষণ কুমার ও টি-সিরিজের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটিতে অজয় দেবগণকে দেখা যাবে তানাজি মালুসারের ভূমিকায়। মুক্তি পাবে চলতি বছরের নভেম্বর মাসে।
বিডিপ্রেস/আলী