নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : আসিফ নজরুল
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১১:২১ এএম | আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১১:২১ এএম
নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রবিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১৬ থেকে ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হয় না। জামিন দেওয়া না দেওয়া বিচারকদের বিচারিক ব্যাপার। জামিন দেওয়ার বিষয়টি পুলিশের রিপোর্টের ওপরও নির্ভর করে। এছাড়া এক্ষেত্রে আইনজীবীদেরও ভূমিকা থাকে।
তিনি বলেন, লিগ্যাল এইডের ক্ষেত্রে আইনগত সহায়তা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২টি জেলায় পাইলট প্রকল্প নেওয়া হয়েছিল। রাজশাহীতেও দ্রুত শুরু হবে।
আরও পড়ুন
- জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা
- 'নতুন কুঁড়ি' শিশু প্রতিযোগিতার পুরস্কার প্রদানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক শুরু
- ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার আশঙ্কা দেখছে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
- সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে ইসি : সানাউল্লাহ