তফসিল ঘোষণার আগে ফের আইনসৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ০১:৫২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ০১:৫২ পিএম
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয় আলোচনা হয়। ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত হবেন- এ সংক্রান্ত সিদ্ধান্তও চূড়ান্ত হতে পারে।
এর আগে ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে ও পরে আট দিন মোতায়েন রাখার প্রস্তাব আসে। সবমিলিয়ে এবার ভোটকেন্দ্রে ১৩-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন।
বৈঠকে মোট ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে আনসার-ভিডিপির সদস্য সংখ্যা সাড়ে ৫ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবেন।
অবৈধ অস্ত্র উদ্ধারসহ দুই ডজন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের তথ্যের ভিত্তিতে ভোটের তফসিল ও তারিখ চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
- বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, করছেন সুস্থতার প্রার্থনা
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, খাচ্ছেন তরল খাবার
- পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সংখ্যা লাখের কাছাকাছি
- বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত এভারকেয়ারেই চলবে : ডা. জাহিদ
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি
- ফের সিসিইউতে বেগম খালেদা জিয়া