বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, করছেন সুস্থতার প্রার্থনা
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১০:৩০ এএম | আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১০:৩০ এএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রয়োজন হলে যেকোন সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন।
নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের মানুষের জীবনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। যেকোন সহযোগিতার প্রয়োজন হলে ভারত প্রস্তুত আছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খবর অঞ্চলিক নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদেরও নজরে এসেছে।
মোদি খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অবদানকে বিশেষভাবে উল্লেখ করে পুনরায় জানান, ‘যেভাবেই সম্ভব আমরা সহায়তা দিতে প্রস্তুত।’
আরও পড়ুন
- আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, খাচ্ছেন তরল খাবার
- পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সংখ্যা লাখের কাছাকাছি
- বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত এভারকেয়ারেই চলবে : ডা. জাহিদ
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি
- ফের সিসিইউতে বেগম খালেদা জিয়া
- তফসিল ঘোষণার আগে ফের আইনসৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক