1. »
  2. সমগ্র দেশ
বৈরী আবহাওয়ার কারণে

সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ, শতাধিক পর্যটক আটকা

বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৯ পিএম | আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৯ পিএম

সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ, শতাধিক পর্যটক আটকা

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে ভ্রমণে যাওয়া শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল আটটার দিকে টেকনাফের ইউএনও মো: আদনান চৌধুরী বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। তবে সেন্টমার্টিনে কত সংখ্যক পর্যটক অবস্থান করছেন তা জানা নেই।’

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গতকাল মঙ্গলবার তিনটি জাহাজে করে ৭ শতাধিক পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান। তার মধ্যে শতাধিক পর্যটক ফেরেননি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে, তখন সেন্টমার্টিনে থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

একই দিন মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।