1. »
  2. আন্তর্জাতিক

এক ঘণ্টা বিলম্বে পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন শুরু

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:০০ পিএম

এক ঘণ্টা বিলম্বে পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন শুরু

কমপক্ষে এক ঘণ্টা বিলম্বে জাতীয় পরিষদ হিসেবে পরিচিত পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে পাকিস্তানে। 

আজ বৃহস্পতিবার এরপর নবনির্বাচিত এমপিদের শপথ নেয়ার কথা। আগামীকাল শুক্রবার ১লা মার্চ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। 

আর আগামী ৪ঠা মার্চ জাতীয় পরিষদ নির্বাচন করবে প্রধানমন্ত্রী। বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে। প্রেসিডেন্ট ড. আরিফ আলভির অনিচ্ছা সত্ত্বেও গত সোমবার পরিষদের সচিবালয় আজকের উদ্বোধনী অধিবেশন আহ্বান করে। কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এমন হুঁশিয়ারি দেয় রাজনৈতিক দলগুলো। 

বলা হয়, তাকে অভিশংসন করা হবে। এমন হুমকির পর প্রেসিডেন্ট শেষ পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন।