আজ সারা দেশে বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা
শনিবার, ২ মার্চ, ২০২৪ ১২:০০ পিএম | আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪ ১২:০০ পিএম

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আজ রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
এ কারণে আজ শনিবার (২ মার্চ) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (১২ ঘণ্টা) ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। উল্লিখিত রক্ষণাবেক্ষণ কাজের সময়ে সম্মানীত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
আরও পড়ুন
- বাংলাদেশে Starlink ইন্টারনেট
- দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ
- দেশীয় উদ্যোক্তাদের জন্য ই-কমার্স ওয়েবসাইটের সহজ সমাধান দেশীকমার্স
- দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম
- দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন
- হোয়াটসঅ্যাপে যোগ হলো নতুন ফিচার