1. »
  2. আইন আদালত

হলমার্ক কেলেঙ্কারি : তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ১২:৫৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০৩:০৯ পিএম

হলমার্ক কেলেঙ্কারি : তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায় হয়। 

ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: আবুল কাশেমের আদালত এ রায় দেন।

এর আগে গেল ২৮শে জানুয়ারি মামলার যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের তারিখ ২৮শে ফেব্রুয়ারি ঠিক করেছিলেন। তবে ওইদিন রায় থেকে মামলাটি উত্তোলন করে আরও দুই জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এরপর দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গেল ১২ই মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ১৯শেমার্চ ঠিক করা হয়।