1. »
  2. খেলার মাঠ

দ্বিতীয় টেস্টে কি ফিরছেন সাকিব?

শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০২:৪৪ পিএম | আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০২:৪৬ পিএম

দ্বিতীয় টেস্টে কি ফিরছেন সাকিব?

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন সাকিব আল হাসান। এমন গুঞ্জনে সরব বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সাকিবের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হর্তাকর্তারা।  

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব আল হাসান। বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগেই ছুটিতে যান বিশ্বসেরা অলরাউন্ডার। 

তবে সম্প্রতি জানা গিয়েছে, টেস্ট সিরিজে খেলতে চেয়েছিলেন সাকিব। গুঞ্জন উঠেছে, চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। 

এ বিষয়ে শুক্রবার বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘সাকিব যদি টিমে আসে তাহলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। খেলোয়াড় হিসেবে সে অসাধারণ। সে যদি আসে আমাদের শক্তি বাড়বেই।’ 

লাল বলের ক্রিকেটে সাকিবের ফিরতে চাওয়াকে ভালোভাবেই দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

তিনি বলেন, ‘সাকিবের মতো এমন একজন অভিজ্ঞ, ডায়নামিক খেলোয়াড় দলে থাকা মানে, দলের জন্য একটা বাড়তি পাওয়া। একটা বোলার, একটা ব্যাটারের যে কম্বিনেশন- সেটা যদি একজন খেলোয়াড় দিয়ে পাওয়া যায় তাহলে দলের জন্য বাড়তি পাওয়াই হবে। সবসময় চাই যে, সে দলে থাকুক। ছুটি শেষের আগেই যদি সে ফিরে আসতে চায়, আমাদের তো কোনো সমস্যা নেই।’ আগামী ৩০শে মার্চ চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। 

গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচটি খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর বিপিএল খেলে ছুটি নেন শ্রীলঙ্কা সিরিজ থেকে।