1. »
  2. অর্থ বাণিজ্য

ফের ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা খলিলের

রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০৪:২২ পিএম | আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০৪:২২ পিএম

ফের ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা খলিলের

ফের ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির ঘোষণা দিলেন খলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান। ২০ রোজা পর্যন্ত চলবে এই দাম।

আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে খলিলুর রহমান এ ঘোষণা দেন। এর আগে গত বৃহস্পতিবার ওই দোকানে মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল।

খলিলুর রহমান বলেন, আগামী ২০ রোজা পর্যন্ত ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি করবো। তবে প্রতিদিন ২০টির বেশি গরু জবাই দেবো না। সকাল ৭টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত মাংস বিক্রি করা হবে। এরপর দোকান বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমি কথা দিয়েছিলাম রোজায় ৫৯৫ টাকায় মাংস বিক্রি করবো। পরে গরুর দাম বেশি পড়ায় মাংসের দাম বাড়িয়েছিলাম, তাতে নানা প্রতিক্রিয়া এসেছে। এখন আগের কথায় ফিরে গেলাম। ২০ রোজা পর্যন্ত আগের দামেই মাংস বিক্রি করবো।