1. »
  2. সমগ্র দেশ
দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

সামনে তাপপ্রবাহ আরও বাড়তে পারে

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:৫৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:৫৭ পিএম

সামনে তাপপ্রবাহ আরও বাড়তে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না তাপমাত্রা। দিন দিন বেড়েই চলেছে দেশের তাপমাত্রা। এতে অস্বস্তিতে রয়েছে জনজীবন। চলমান এমন তাপপ্রবাহ নিয়ে কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। সামনের দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আবহাওয়ার অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়ার অফিসের কর্মকর্তা জানান, দিনের পর দিন তাপপ্রবাহ বাড়বে, যা পুরো এপ্রিল মাসই থাকবে। তবে বৃষ্টি হলেই অঞ্চলভেদে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দু-একদিনের মধ্যে ঢাকা বিভাগ ও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনা নেই।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়াও রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ১৯ এপ্রিল সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরের দিন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।