1. »
  2. রাজনীতি

বাংলাদেশে আজ দেশপ্রেম নিষিদ্ধ : ব্যারিস্টার আবু সায়েম

রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০৩:৩৭ পিএম | আপডেট: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০৩:৩৭ পিএম

বাংলাদেশে আজ দেশপ্রেম নিষিদ্ধ : ব্যারিস্টার আবু সায়েম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, লেন্দুপদের কারণে আমরা আজ বাংলাদেশ হারাতে বসেছি। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন ভূমিতে এখন মানুষের কোনো স্বাধীনতা নেই, অধিকার নেই। কেউ এখন স্বাধীনভাবে কথা বলতে পারে না। বাংলাদেশে আজ দেশপ্রেম নিষিদ্ধ। আমাদের শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ ভয়াবহ আগ্রাসনের শিকার। লেন্দুপ দর্জিরা দেশ বিক্রি করে দিচ্ছে। 

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ডেনমার্ক বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সকলের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার সায়েম বলেন, আপনার যদি কলবে ঈমান থাকে, হৃদয়ে দেশপ্রেম থাকে, বাংলাদেশ নামক দেশটির প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা থাকে, তাহলে আপনি চুপ থাকবেন না। দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফিরিয়ে নেওয়ার লড়াইয়ে আপনিও অংশ নিবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেনমার্ক শাখা বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেনমার্ক শাখা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন।

এতে আরও বক্তব্য রাখেন ডেনমার্ক বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, ডেনমার্ক শাখ যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ডেনমার্ক যুবদল নেতা ইমাদ আহমেদ প্রমুখ। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল আলম মাতব্বর, সিনিয়র সভাপতি ইকবাল প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের দুরবস্থার কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।