1. »
  2. সমগ্র দেশ

ভূমি কর্মকর্তাকে বেধড়ক পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০৫:৪২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০৫:৪২ পিএম

ভূমি কর্মকর্তাকে বেধড়ক পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

যশোরের মনিরামপুরে ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হোগলাডাঙ্গা গ্রামের মাহাবুর রহমান (৪০) ও আসাদুজ্জামান আসাদ (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।

এর আগে সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাসজমির পাশে ব্যক্তিমালিকানা জমি পরিমাপ নিয়ে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধর করা হয়। ঘটনার রাতে মোশাররফ হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন মোশাররফ হোসেন। সোমবার দুপুরে হোগলাডাঙ্গা বাজারে জনৈক শামিমের মুদি দোকানের সামনে সরকারি খাসজমি (হাটের জমি) সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার সময় মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় মাহাবুর, আসাদ ও আব্দুল জলিল সরকারি কাজে বাধা প্রদান করে। সরকারি কাজে বাধা দিতে নিষেধ করায় মোশাররফ হোসেনকে মারধর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধরের ঘটনার ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, নায়েব মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।