আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২৫ পিএম | আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৯ পিএম

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার (১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটটি গত ২৭ আগস্ট খারিজ চান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ওইদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানিতে এমন আর্জি জানান অ্যাটর্নি জেনারেল। এরপর আদালত ১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।
মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া ১৯ আগস্ট এ রিট করেছিলেন।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি