জামিন পেলেন মাহমুদুর রহমান
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ১১:৫৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ১১:৫৭ এএম

সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) তার সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে আপিল করেন তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ।
গতকাল বুধবার ব্যারিস্টার তানভীর আহমেদ বলেন, আপিল আবেদন গৃহীত হওয়া সাপেক্ষে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুতি নিয়েছি। যদি আদালত আপিল আবেদন গ্রহণ করে শুনানির জন্য বৃহস্পতিবারই ধার্য করেন তাহলে সেই দিনই তার জামিন চাওয়া হবে। আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকবে না।
এদিকে গত রোববার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন মামলায় আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আরও পড়ুন
- সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী-ভাইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ
- পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসান আটক
- ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- সিলেটের ডিসি সারয়ার আলমকে শোকজ
- স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
- শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে
- ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ফ্লাইট চলাচল বন্ধ
- স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা