ডিএনসিসির সাবেক মেয়র
আতিককে কারাগারে পাঠানোর আদেশ
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭ এএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতার হওয়ার সময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে এক ভিন্ন রূপে দেখা যায়। তার সাধারণ চেহারার সঙ্গে মিলছিল না বর্তমান রূপটি-কালো গোঁফ সাদা হয়ে গেছে, মুখভর্তি ছিল কাচাপাকা দাড়ি। তার এই চেহারা চিরাচরিত পরিচিত রূপ থেকে একেবারেই ভিন্ন। তবে তার পোশাকে ছিল বিলাসিতার ছাপ-পরনে ছিল পাশ্চাত্যের দামি ব্র্যান্ড ভলকমের একটি টি-শার্ট। তবে তাকে উদভ্রান্ত, উসকুখুসকো দেখা যায় ছবিতে।
আরও পড়ুন
- খুলনা আদালত চত্বরে দু'জন গুলিবিদ্ধ
- প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড
- পলাতক হাসিনার প্লট দুর্নীতিসহ তিন মামলার রায় আজ
- পলাতক হাসিনার প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর
- চলতি মাসেই হাসিনার বিরুদ্ধে দুদকের মামলার রায়
- শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড
- ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী মামুনকে
- হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি