ডিএনসিসির সাবেক মেয়র
আতিককে কারাগারে পাঠানোর আদেশ
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭ এএম
10.jpeg)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতার হওয়ার সময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে এক ভিন্ন রূপে দেখা যায়। তার সাধারণ চেহারার সঙ্গে মিলছিল না বর্তমান রূপটি-কালো গোঁফ সাদা হয়ে গেছে, মুখভর্তি ছিল কাচাপাকা দাড়ি। তার এই চেহারা চিরাচরিত পরিচিত রূপ থেকে একেবারেই ভিন্ন। তবে তার পোশাকে ছিল বিলাসিতার ছাপ-পরনে ছিল পাশ্চাত্যের দামি ব্র্যান্ড ভলকমের একটি টি-শার্ট। তবে তাকে উদভ্রান্ত, উসকুখুসকো দেখা যায় ছবিতে।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি