‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আইনজীবীদের হাতাহাতি
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১২:৫৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ১২:৫৮ পিএম
4.jpeg)
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে।
এদিন সকালে আদালতে মামলার শুনানির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট সাবেক মন্ত্রীকে হাজির করা হয়। এসময় আদলতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন। তবে শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ পন্থি আইনজীবীরা দলীয় স্লোগান দিতে থাকেন।
এনিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলে। যা এক পর্যায়ে হাতাহাতিতে গিয়ে গড়ায়। এর আগেও গত সোমবার বিচারকাজ চলাকালীন আদালতের বাইরে আওয়ামী পন্থি আইনজীবীরা দলীয় স্লোগান দিলে বিচারক ক্ষোভ প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি