হত্যাচেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ০২:৫০ পিএম | আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ০৫:১৬ পিএম

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম।
অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই হৃদয় জুম্মার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরেএলাকায় গিয়ে গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। এ ঘটনায় করা মামলায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি