সিলেট ছাত্রলীগ নেতাদের দুই মামলায় তারেক রহমানকে খালাস প্রদান
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৩ পিএম | আপডেট: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিলেটে দায়ের করা দুটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে তারেক রহমানকে খালাস এর রায় দেন।
এর আগে ২০১৪ সালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন দুই ছাত্রলীগ নেতা।
মামলা খারিজের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জজ আদালতের আইনজীবী এমরান আহমদ চৌধুরী বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে হাসিনা সরকারের আমলে মামলা দুটি দায়ের করা হয়েছিলো। আজ (রবিবার) আদালত দুটি মামলাই খারিজ করে দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই দুটি দায়ের করা হয়েছিলো। এর একটি করেছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অপরটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সে সময়কার সভাপতি শামীম মোল্লা।
সে সময়ের আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেটের শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলা দু'টিতে অভিযোগ করা হয়- ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।
আরও পড়ুন
- সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী-ভাইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ
- পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসান আটক
- ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- সিলেটের ডিসি সারয়ার আলমকে শোকজ
- স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
- শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে
- ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ফ্লাইট চলাচল বন্ধ
- স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা