গাজীপুরে এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৫ পিএম | আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৫ পিএম
গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে খালাসের এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলাটি করেন জয়দেবপুর থানা পুলিশের এসআই সৈয়দ আবুল হোসেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ দুপুরে আসামিদের ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল, বিশেষ সরকারি কৌঁসুলি আবু তাহের নয়ন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এরশাদ হোসেন অংশ নেন। আর বিবাদী পক্ষে ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- খুলনা আদালত চত্বরে দু'জন গুলিবিদ্ধ
- প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড
- পলাতক হাসিনার প্লট দুর্নীতিসহ তিন মামলার রায় আজ
- পলাতক হাসিনার প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর
- চলতি মাসেই হাসিনার বিরুদ্ধে দুদকের মামলার রায়
- শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড
- ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী মামুনকে
- হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি