শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৩ পিএম

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এই আবেদনটি সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটনার পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। ভারতে বসে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করছেন এবং সেই বক্তব্য তার নেতাকর্মীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য বলছেন। এসব বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে।
তাছাড়া, সর্বশেষ ভারতের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনাসভায় অংশ নিয়ে বক্তব্য দেন শেখ হাসিনা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রসিকিউশন দাবি করছে, শেখ হাসিনার দেওয়া এসব হেট স্পিচ বন্ধ করার জন্যই এই আবেদন করা হয়েছে।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি