আমান উল্লাহ আমানের ৭ বছরের কারাদণ্ড বাতিল
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪০ পিএম

চাঁদাবাজির মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী নাজমুল হুদা। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী তারেক ভূঁইয়া।
২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রফিকুল আলম নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে এই মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় এবং ২০০৫ সালে দুই ধাপে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়া হয়।
মামলার ভিত্তিতে ২০০৭ সালের ৭ মার্চ আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে বিচার শেষে ২০০৮ সালের ৮ মে তাকে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন বিচারিক আদালত।
এ রায়ের বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন আমান উল্লাহ আমান। আজ সেই আপিলের শুনানি শেষে হাইকোর্ট তাকে খালাস দিয়েছেন।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি