হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান এফ রহমান
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ১১:৫৬ এএম | আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ১১:৫৬ এএম
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সালমান এফ রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান ভিকটিম মো. আমিন।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে দলটির নেতারা আত্মগোপনে চলে যায়। কেউ কেউ বিদেশে পাড়ি জমালেও আবার অনেকে দেশেই আত্মগোপন করেন। দেশে থাকা অনেকে ইতোমধ্যে গ্রেফতার করে কারাগারে আছেন। গ্রেফতারদের মধ্যে সালমান এফ রহমানও আছেন।
গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বেশ কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন
- খুলনা আদালত চত্বরে দু'জন গুলিবিদ্ধ
- প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড
- পলাতক হাসিনার প্লট দুর্নীতিসহ তিন মামলার রায় আজ
- পলাতক হাসিনার প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর
- চলতি মাসেই হাসিনার বিরুদ্ধে দুদকের মামলার রায়
- শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড
- ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী মামুনকে
- হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি