গণহত্যায় জড়িত ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কনস্টেবন সুজনের রিমান্ড
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৪৫ পিএম | আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৪৫ পিএম

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭ জনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি চাংখারপুলে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করা পুলিশ কনস্টেবল সুজনকে একদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সরকারের পতনের আগে উত্তরা, মহাখালী ও রামপুরায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে নির্যাতন, হামলা ও গুলিবর্ষণের ঘটনায় এ আদেশ দেন।
এদিকে, চলতি মাসের মধ্যে জুলাই আগস্ট গণহত্যায় আলোচিত কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইবুনালে জমা দেয়া হবে জানান প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর এবিএম সুলতান।
আরও পড়ুন
- ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- সিলেটে সাদা পাথর লুটের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আপিলে খালাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- আবু সাইদ হত্যা : ৬ আসামি ট্রাইব্যুনালে
- আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
- দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
- জুলাই গণহত্যার দায়ে আনিসুলসহ ট্রাইব্যুনালে ৩৯ আসামি