ব্যস্ততম হিথরো বিমানবন্দর দিনভর বন্ধের পর সীমিত পরিসরে ফ্লাইট চালু
শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১২:১৫ পিএম | আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১২:১৫ পিএম

যুক্তরাজ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথরো বিদ্যুৎ-বিভ্রাটের কারণে শুক্রবার দিনভর বন্ধ থাকার পর সীমিত পরিসরে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার (২১ মার্চ) দিনভর বন্ধ থাকায় বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাপকভাবে ব্যাহত হয়। পরে সন্ধ্যা ছয়টায় সীমিত আকারে বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।
এই ঘটনায় বিশ্বজুড়ে বিমান চলাচলের সময়সূচি ব্যাহত হয়। রাত ১১:৩০টায় আগুন লাগে এবং তা নিয়ন্ত্রণে আনতে আট ঘণ্টার বেশি সময় লাগে। এতে ১ লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকেলে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হলে সন্ধ্যায় সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়, হিথরো বিমানবন্দরে প্রায় ৮০টি দেশ থেকে উড়োজাহাজ চলাচল করে। এতে প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার যাত্রী হিথরো দিয়ে যাতায়াত করেন। বছরে শেষে এই সংখ্যাটা দাঁড়ায় ৮ লাখ ৩০ হাজারে। বিমানবন্দরটি বন্ধের কারণে গতকাল ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
ফ্লাইট বাতিলের ফলে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। পাকিস্তানে ফেরার জন্য প্রস্তুতি নেওয়া মুহাম্মদ খলিল রয়টার্সকে জানান, দীর্ঘ পরিকল্পনার পরও ফ্লাইট বাতিল হওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন।
হিথরো কর্তৃপক্ষ আশা করছে, শনিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হবে। সরকার বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর