ওয়াকফ আইন নিয়ে আবার উত্তপ্ত মুর্শিদাবাদ, ৩ জনের মৃত্যু
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১১:২৯ এএম | আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১১:২৯ এএম

ওয়াকফ বিরোধী বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোরসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী আইন পাস করেছে, সেই নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। খবর এনডিটিভি।
গত শুক্রবার রাতে মুর্শিদাবাদ মেডিকেলে কলেজে ভর্তি করা হয় গুলিবিদ্ধ কিশোরকে। অস্ত্রোপচারের পর তার অবস্থা খারাপ হলে তাকে আইসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। অন্যদিকে সামশেরগঞ্জে বাড়ির মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় বাবা ও ছেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সামশেরগঞ্জে দীর্ঘ সময় ওই বাবা ছেলের মরদেহ ঘরের মধ্য পড়েছিল বলে জানা গেছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ দু'টি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাদেরকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের কুপিয়ে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ ঘিরে মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, সেই নিয়ে আজ শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্ররোচনায় পা না দিতে আর্জি জানান তিনি। কেন্দ্রের আইন এ রাজ্যে প্রযোজ্য হবে না, কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলার থাকলে সেখানে বলতে হবে বলে জানান তিনি। এর পাল্টা মমতাকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরাজকতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।
অন্যদিকে, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর