আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:৪৪ এএম | আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:৪৪ এএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম জানিয়েছেন যে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে নির্বাচনী সংস্কারের কাজও চলবে।
গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, "নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের দাবি আমরা শুনছি, তবে সেগুলি সরকারের দেখার বিষয় নয়। নির্বাচন হবে নির্ধারিত সময়েই, এবং পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর প্রকাশ করা হবে।" সফিকুল আলম আরও বলেন, সরকার নির্বাচনের জন্য সজাগ রয়েছে এবং কোনো অপ্রয়োজনীয় দেরি করা হবে না।
এছাড়া, সফিকুল আলম প্রধান উপদেষ্টার রোম সফর সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূস রোমে পৌঁছান এবং তাঁর সাথে বিশ্ব নেতাদের সাক্ষাৎও হয়েছে। সফরের উদ্দেশ্য ছিল পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সুসম্পর্ক বজায় রাখা।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক জানান, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তিনি জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন
- আ'লীগের গোপন বৈঠকে থাকা সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- ফিলিস্তিনিদের রক্ষায় যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
- নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তাকে বদলি
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
- ‘ওদের গুলি করো’, আল জাজিরার ইনভেস্টিগেশনে হাসিনার সব ফোনালাপ ফাঁস
- শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
- ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা