1. »
  2. রাজনীতি
গণতন্ত্রকামী জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেয়া যৌক্তিক নয়

নিজেদের অপরিহার্য মনে করে একক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় : তারেক রহমান

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ০৭:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ১১:৩৬ পিএম

নিজেদের অপরিহার্য মনে করে একক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'ফ্যাসিস্ট হওয়ার মন্ত্র সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না বরং সংবিধান এবং আইন না মানার কারণে ফ্যাসিবাদের জন্ম হয়।  একটা ব্যক্তি বা গোষ্ঠী যখন থেকে নিজেকে কিংবা নিজেদেরকে একমাত্র অনিবার্য, অপরিহার্য মনে করে, জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়।'

আজ বৃহস্পতিবার ( ১ মে ২০২৫) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত  শ্রমিক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এসব কথা বলেন। 
 
তিনি আরো বলেন, ' ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা সম্ভবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছায় এজন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন।  কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং নির্বাচিত সরকার জনগণের কথা শুনতে বাধ্য। শ্রমজীবী কর্মজীবী মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেয়ার সুযোগ পাচ্ছে না।' 

সংস্কারের সাথে সাথে নির্বাচনের উপর গুরুত্বারোপ করে বলেন, ' রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন, একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা, অধিকার নিশ্চিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টিই প্রয়োজন।'

অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,' অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিত ভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতন্ত্রকামী জনগণের মনে এরকম সন্দেহেরও জন্ম নিয়েছে। তাদের কাছে আমাদের আহ্বান স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে  প্রস্তুত করুন।  সুনির্দিষ্ট ভাবে আগামী জাতীয় নির্বাচনের রুপরেখা প্রণয়ন করুন।'

তিনি আরও বলেন,' গণতন্ত্রকামী জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেয়া যৌক্তিক নয়। কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর  মনে বিনা ভোটে  ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা ও আকাঙ্ক্ষা যেনো রাষ্ট্র ও সরকারকে  ফ্যাসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে। সেজন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি,  নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। নিয়মিত গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশে গণমানুষের অধিকার সুরক্ষিত হয়ে ওঠে, রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়।'

পলাতক স্বৈরাচার যেনো আর মাথা চারা দিয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।