1. »
  2. রাজনীতি

সাম্য হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ০৩:৫৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ০৩:৫৮ পিএম

সাম্য হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র, স্যার এএফ রহমান হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বৃহস্পতিবার (১৫ মে ২০২৫)  মানববন্ধন করেছে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ বিএনপি যুবদল ছাত্রদল ও আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা। 

মানববন্ধনে আতিকুর রহমান রুমন আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবি করেন। এই হত্যাকান্ড পরিকল্পিত এবং রাজনৈতিক হত্যাকান্ড হিসেবে অভিযোগ তুলে তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষের অবহেলারও সমালোচনা করেন আতিকুর রহমান রুমন। 

রিজভী আহমেদও হত্যাকান্ডের বিচার দাবি করেছেন। হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রিজভী আহমেদ।