1. »
  2. আইন আদালত

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, সাবেক দুদক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সোমবার, ১৯ মে, ২০২৫ ১১:৫৫ এএম | আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫ ১১:৫৭ এএম

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, সাবেক দুদক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা দাবি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরিসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। 

গতকাল রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এই চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন জনৈক হারুন অর রশিদ।

মামলায় নাম থাকা অন্য তিন আসামি হলেন- দুদকের কমিশনার মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

তার অভিযোগ, বেগম খালেদা জিয়াকে হয়রানি করতে জিয়া অরফারেজ ট্রাস্ট দুনীতি মামলাটি করা হয়েছিল। 

অভিযোগে বলা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। মূলত বেগম জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা।

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান ঢাকা মেইলকে বলেন, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থি।’

তিনি আরও বলেন, ‘মামলার শুনানি হয়েছে৷ আদালত বাদীর জবানবন্দিও নিয়েছেন। এখন আদেশের জন্য রাখা হয়েছে।’