1. »
  2. জাতীয়

গুজবে বিভ্রান্ত না হতে সেনাবাহিনীর আহ্বান

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ০২:১০ পিএম | আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫ ০২:১০ পিএম

গুজবে বিভ্রান্ত না হতে সেনাবাহিনীর আহ্বান

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি বিবৃতিকে ভুয়া বলে তাতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসইবুক পেজে ‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি’ পোস্ট করে কোনো ধরনের গুজবে কান না দেওয়া এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারবৃন্দের বরাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বিবৃতির একটি ছবি পোস্টের সঙ্গে দেওয়া হয়েছে সেনাবাহিনীর সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, “সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্রবাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্রবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে।” একই সঙ্গে সত্যতা যাচাইয়ের মাধ্যমে সচেতন থাকার কথাও বলেছে সেনাবাহিনী।