চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার
রবিবার, ২৫ মে, ২০২৫ ০৪:৪৭ পিএম | আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫ ০৪:৪৭ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সরকারি মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ রোববার (২৫ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব তথ্য জানান।
ঢাকায় ছোট গরুর চামড়া সর্বনিম্ন ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাসির চামড়ার ক্ষেত্রেও আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং ঢাকার বাইরে ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির চামড়া সংরক্ষণে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে। এছাড়া ঈদের পরবর্তী ১০ দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়া রাজধানীতে আনা যাবে না—এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন
- আ'লীগের গোপন বৈঠকে থাকা সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- ফিলিস্তিনিদের রক্ষায় যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের
- নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তাকে বদলি
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
- ‘ওদের গুলি করো’, আল জাজিরার ইনভেস্টিগেশনে হাসিনার সব ফোনালাপ ফাঁস
- শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
- ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা