গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনির মৃত্যু
শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:২৭ পিএম | আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:২৭ পিএম

গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও ৭০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ইসরাইলের অব্যাহত হামলায় উপত্যকাটির উত্তরাঞ্চলের একমাত্র হাসপাতাল ‘আল-আওদা’ অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনগুলোতে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।
দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযযুম বলেছেন, বুরেইজ হামলায় আহতদের আল-আওদা হাসপাতাল এবং আল-আকসা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আযযুম বলেন, ‘জরুরি বিভাগে সতর্কতা জারি করা হয়েছে। কারণ জরুরি পরিষেবা জানিয়েছে, তারা হামলার স্থান থেকে হতাহতদের উদ্ধার করতে কমপক্ষে ৩০ মিনিট সময় ব্যয় করেছে।’
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় একটি কিন্ডারগার্টেন এবং আযযম পরিবারের একটি বাড়িতে হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (২৯ মে) গাজার কেন্দ্রস্থলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রে একাধিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনাদের আক্রমণে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এরমধ্যে কয়েকজন নিহত হয়েছেন গাজা সিটির সারায়া জংশনে বিমান হামলায়।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজার ‘আল-আওদা’ হাসপাতাল আর কার্যকর নেই। ইসরাইলি বাহিনীর সরাসরি আদেশে হাসপাতাল খালি করা হয়েছে। এখনও সেখানে কয়েকজন রোগীসহ অর্ধশতাধিক মানুষ অবস্থান করছেন। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় যন্ত্রপাতি সরানোরও সুযোগ নেই।
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর