কমেছে অকটেন-পেট্রোল-ডিজেলের দাম, বেড়েছে কেরোসিনের
রবিবার, ১ জুন, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫ ১১:২১ এএম

দেশের বাজারে আরও এক দফা কমলো জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা গত মাসে ছিল ১০৪ টাকা। যা আজ রবিবার (১ জুন) থেকে কার্যকর হবে।
এর আগে গতকাল শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।
এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন
- আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা, বেড়েছে রুপার দামও
- সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা
- দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- শ্রমিকদের স্বার্থে আইএলওর তিন কনভেনশনে সই করছে সরকার
- সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
- প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
- গরমে বছরে ২১ হাজার কোটি টাকার ক্ষতি বাংলাদেশের
- ‘বাংলাদেশে উড়োজাহাজ ও এলএনজি রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র’