ওয়াশিংটনের সম্মতিতে ইসরায়েলে হামলা চালিয়েছে : ইরান
শনিবার, ১৪ জুন, ২০২৫ ০৫:২৫ পিএম | আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫ ০৫:২৫ পিএম
ওয়াশিংটন সম্মতি না দিলে ইসরায়েল কখনই হামলা চালাতে পারতো না বলে দাবি করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।
আজ শনিবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তারা সম্মতি না থাকলে কখনই এই হামলা হতো না।
বাকাই বলেন, যুক্তরাষ্ট্রে আচরণ পারমাণবিক ইস্যুতে সংলাপকে অর্থহীন করে তুলেছে। একদিকে আপনি আলোচনার দাবি করবেন, আর অন্যদিকে ইসরায়েলকে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে দেবেন- তা তো হতে পারে না।
গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল।
ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। মিসাইল হামলা শুরু হতেই নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আরও পড়ুন
- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাচ্ছে ইইউ
- ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
- অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬
- সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
- জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত, জরুরি সতর্কতা জারি
- জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
- আবারও ভারতকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫০