1. »
  2. আন্তর্জাতিক
ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা

এখনো অনেক টার্গেট বাকি রয়েছে : ট্রাম্প

রবিবার, ২২ জুন, ২০২৫ ১১:২১ এএম | আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ১১:২১ এএম

এখনো অনেক টার্গেট বাকি রয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলাকে ‘বিস্ময়কর সামরিক সাফল্য’ বলে উল্লেখ করেছেন।

আজ রোববার (২২ জুন) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, হামলার উদ্দেশ্য ছিল ইরানের ‘পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা।’

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি—এই হামলা ছিল একটি চমৎকার সামরিক সাফল্য।’

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘এখন হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি অপেক্ষা করছে, যা গত আট দিনে দেখা ঘটনার চেয়েও ভয়াবহ হবে।’

ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমাদের এখনো অনেক টার্গেট বাকি রয়েছে। আজকের লক্ষ্যটি ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তবে আমরা বাকি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানব— নিখুঁততা, গতি ও দক্ষতার সঙ্গে।’