রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত : আরাঘচিকে পুতিন
সোমবার, ২৩ জুন, ২০২৫ ০৫:৩২ পিএম | আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ০৫:৩২ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন। আলোচনার শুরুতে পুতিন বলেছেন, রাশিয়া ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েল প্রতিদিন ইরানে হামলা চালিয়ে আসছে। ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার দলে এই সংঘাত বিশেষভাবে তীব্র হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
স্বাগত বক্তব্যে পুতিন আরাঘচিকে বলেন, 'প্রিয় মন্ত্রী, আপনাকে দেখে আমি খুবই আনন্দিত। আপনি রাশিয়া সফর করছেন এমন এক নাটকীয় মুহূর্তে, যখন এই অঞ্চল এবং আপনার দেশের আশেপাশের পরিস্থিতি তীব্রতর হচ্ছে।'
তিনি বলেন, 'ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের, ভালো, নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমাদের পক্ষ থেকে, আমরা ইরানি জনগণকে সহায়তা প্রদানের চেষ্টা করছি।'
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যা ঘটছে সে সম্পর্কে মস্কোর অবস্থান সুপরিচিত এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটি ইতোমধ্যে নির্ধারণ করেছে। ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসনের কোনো ভিত্তি বা ন্যায্যতা নেই।
পুতিন বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের রাশিয়া সফর আমাদের বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা এবং চিন্তাভাবনা করার সুযোগ করে দেবে।
এ সময় আরাঘচি উল্লেখ করেন, ইরানের ওপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। তেহরান তেল আবিব এবং ওয়াশিংটনের কর্মকাণ্ডকে অবৈধ বলে মনে করে, ইসলামিক প্রজাতন্ত্রের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে।
তিনি বলেন, 'এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানোর জন্য আমরা রাশিয়াকেও ধন্যবাদ জানাতে চাই। রাশিয়া আজ ইতিহাস এবং আন্তর্জাতিক আইনের সঠিক দিকে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা (আলি খামেনি) এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমাকে আপনার কাছে তাদের শুভেচ্ছা জানাতে বলেছেন।'
আরও পড়ুন
- দেশত্যাগ করতে চাওয়া বিদেশিদের ভিসানীতি শিথিল করলো নেপাল
- একদিনে গাজায় অনাহারে প্রাণ গেল শিশুসহ আরও ৭ জনের
- একদিনে গাজায় আরও ৭২ ফিলস্তিনিকে হত্যা করল ইসরায়েল
- বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
- কারফিউ উপেক্ষা করে আজও রাস্তায় নেপালের বিক্ষোভকারী তরুণরা
- নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪
- নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৫৫ জন নিহত
- ট্রাম্পবিরোধী আন্দোলনে উত্তাল ওয়াশিংটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর